পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। পাক সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, আফগানবাহিনীর গুলিতে বালোচ সীমান্তে পাকিস্তানের ১০ জন প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ৪০জন। গভীর রাত পর্যন্ত উভয়ের মধ্যে সংঘর্ষ চলে। কোনওরকম প্ররোচণা ছাড়াই আফগান সেনাবাহিনীর তরফে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। সাধারন মানুষের ওপর ব্যাপক গোলাগুলি এমনকি মর্টারও ছোঁড়া হয় বলে অভিযোগ। আফগানিস্তানের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে ইসলামাাদ।জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই তালিবান সেনা ও পাকিস্তান সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। স্পিন বলডকের বিতর্কিত ডুরান্ড লাইনে কার অধিকার, তা নিয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ হচ্ছে। কান্দাহার প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুরেও একদফা সংঘর্ষ হয়।