দেশ

অনার কিলিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

অনার কিলিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়। শনিবার ‘আইন ও নৈতিকতা’ বিষয়ে বক্তব্য রাখার সময় বিচারপতি জানান, কেবলমাত্র প্রেম করার কারণে বা বর্ণের বাইরে গিয়ে কিংবা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণে ভারতে শত শত যুবক-যুবতীকে মেরে ফেলা হয়। সমাজের এই খারাপ ঘটনাগুলির বিরুদ্ধে সরব হন তিনি। সমাজের নিম্ন শ্রেণির মানুষকে দমন করে রাখা হয়ে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁর অভিমত, দুর্বল ও প্রান্তিক শ্রেণীর সদস্যদের নিজেদের বেঁচে থাকার জন্য নিজস্ব পরিচিতি তৈরি করতেই দেওয়া হয় না। আধিপত্যবাদী সংস্কৃতির কাছে তাঁদের নতি স্বীকার করা ছাড়া কোনও উপায় থাকে না। সমাজের দুর্বল অংশগুলি নিপীড়ক গোষ্ঠীর হাতে অপমান ও বিচ্ছিন্নতার কারণে পাল্টা সংস্কৃতি তৈরি করতে অক্ষম।