দেশ

ভারতীয় নৌবাহিনীর হাতে এলো আধুনিক অস্ত্রে সজ্জিত ‘আইএনএস মরমুগাও’

আধুনিক অস্ত্রে সজ্জিত ‘আইএনএস মরমুগাও’ ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর কাছে এদিন তা হস্তান্তর করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে এই যুদ্ধজাহাজের যোগদান, যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

দেশীয়ভাবে তৈরি মিসাইল ধ্বংস্কারী যুদ্ধজাহাজ ‘আইএনএস মরমুগাও’ রবিবার ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তর করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মুম্বইতে ‘আইএনএস মরমুগাও’-এর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজনাথসিং বলেন, এই যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। তিনি ‘আইএনএস

মুরমুগাও’কে প্রযুক্তির ভিত্তিতে সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ভারতীয় অর্থনীতি বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে স্থান পেয়েছে এবং বিশেষজ্ঞদের মতে ২০২৭ সালে তা সালে শীর্ষ তিনে প্রবেশ করবে। নৌবাহিনী প্রধান এদিনের অনুষ্ঠানে বলেন গোয়া স্বাধীনতা দিবসের প্রাক্কালে নৌবাহিনীতে যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করা দুর্দান্ত অগ্রগতির ইঙ্গিত বহন করে। আপাতত আইএনএস মরমুগাও-কে মুম্বাইতে অবস্থিত নৌবাহিনীর ডকইয়ার্ডে মোতায়েন করা হয়েছে।