খেলা

সিরিজ জয় ভারতের

বাংলাদেশ  ২২৭ ও ২৩১, ভারত ৩১৩ ও ১৪৫/৭ , ৩ উইকেটে জয়ী ভারত

একটা-দুটো নয়, এই নিয়ে ১১টি টেস্টে ভারতের কাছে হার বাংলাদেশের। ২০০০ সাল থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ। এখনও পর্যন্ত একবারও জিততে পারেনি তারা। এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশ ১৩টি টেল্ট খেলেছে। তার মধ্যে ১১টি জিতেছে ভারত। ২টি টেস্ট ড্র। এদিন বাংলাদেশকে আবার ২-০ হারিয়ে সিরিজ জিতে নিন টিম ইন্ডিয়া। প্রত্যাশামতোই মীরপুর টেস্টের ফয়সলা চতুর্থ দিনে হয়ে গেল। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে চুনকাম করার জন্য ভারতের প্রয়োজন ছিল ১০০ রান। বাংলাদেশের দরকার ছিল ৬ উইকেট। ভারত তিন উইকেট হাতে রেখে ম্যাচ বার করে আনল।  দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাত রান ব্যাট করছিল। অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত (৫) ও জাকির হাসান (২) এদিন বাংলাদেশের হয়ে দিন শুরু করেন। জাকির হাসান এদিন ৫১ রান করে আউট হন। লিটন দাসের ব্যাট থেকে আসে ৭৩ রান। নুরুল হাসান ও তাসকিন আহমেদ ৩১ রান করে করায় বাংলাদেশ ২৩১ রান তুলতে সমর্থ হয়। অক্ষর প্যাটেল তিনটি উইকেট পেয়েছেন। আর অশ্বিন ও মহম্মদ সিরাজ পেয়েছেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভারত ধুঁকতে থাকে। মেহদি হাসান মিরাজ একাই তুলে নেন তিন উইতকেট। মাত্র ২৯ রানের মধ্যে শুভমান গিল (৭), রাহুল (২) ও চেতেশ্বর পূজারা (৬) ফিরে যান। রাহুলের অফফর্ম অব্যাহত। যা নিয়ে বিস্তর চর্চাও হচ্ছে। পাঁচে নেমে কোহলিও ফিরে যান মাত্র এক রান করে। দিনের শেষে চারে নামা অক্ষর (২৬) ও জয়দেব উনাদকাট (৩) অপরাজিত ছিলেন।