সমাজের জরাজীর্ণ-ভগ্ন মানসিকতাকে ভেঙ্গে দিয়ে আজ মেয়েরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই কাজটা পুরুষের আর এই কাজটা নারীদের- এই কথা এখন অর্থহীন। কঠিন থেকে কঠিনতর পথ পেরিয়ে জয়ের শিখরে পৌঁছে সমাজের বুকে উদাহরণ সৃষ্টি করছেন নারীরা। নারীদের এই সাফল্য হয়ে উঠছে অনেকের অনুপ্রেরণা। তেমনই একজন নারী গুঞ্জন সাক্সেনা। ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধক্ষেত্রে আহত জওয়ানদের কাছে এই ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন ভগবানের দূতের মতো। প্রথম মহিলা শৌর্যপ্রাপ্ত বিমানচালক ছিলেন গুঞ্জন। মুক্তির আস্বাদ, এক নারীর ওড়ার স্বপ্ন নিয়ে মুক্তি পেল গুঞ্জন সাক্সেনা-র বায়োপিক ‘দ্য কার্গিল গার্ল’-এর ফার্স্ট লুক। প্রযোজক করণ জোহর নিজে ছবির প্রথম পোস্টার প্রকাশ্য আনেন। করণ ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন, “তাঁকে বলা হয়েছিল মেয়েরা পাইলট হতে পারে না। কিন্তু ও জেদে অনড় ছিল… চেয়েছিল উড়তে!” ছবির ঘোষণার পর থেকেই সিনেমহলে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছিল। ফার্স্ট লুক মুক্তির পর সেই উন্মাদনার পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য। গুঞ্জন সাক্সেনা-র চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। প্রথম ঝলকেই সবার নজর কাড়লেন শ্রীদেবী কন্যা। গুঞ্জন সাক্সেনা-র বাবার চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কাজের প্রতি জাহ্নবীর নিষ্ঠা দেখে ধন্য ধন্য করেছেন ‘দ্য কার্গিল গার্ল’ পরিচালক শরণ শর্মা। ছবিতে নিজের চরিত্রকে বাস্তবিক করে তুলতে প্রচুর হোমওয়ার্কও করেছেন জাহ্নবী। ‘দ্য কার্গিল গার্ল’-এর জন্যই গত মাসে তিনি পাড়ি দিয়ে ছিলেন জর্জিয়ায়। হিমশীতল আবহাওয়াকে হার মানিয়েই জোর কদমে শ্যুটিং করে গিয়েছেন। গরমের পোশাক এবং শাল জড়িয়ে বাধ্য ছাত্রীর মতোই হাড়হিম করা ঠান্ডায় মেকআপ সেরেছিলেন। ‘দ্য কার্গিল গার্ল’-এর প্রথম ঝলকেও আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত গুঞ্জনের লুকে এভাবেই নজর কাড়লেন জাহ্নবী কাপুর। ছবি মুক্তি পাবে ২০২০ সালের ১৩ মার্চ।
https://twitter.com/karanjohar/status/1166931231323213824
https://twitter.com/karanjohar/status/1166938604301479936