সিকিমে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার ২ শ্রমিকের। আহত আরও ২। মৃতরা প্রত্যেকেই জলপাইগুড়ি জেলার বলে প্রশাসন সূত্র খবর। সিকিমের পেলিংয়ে স্কাইওয়াক নির্মানের কাজে গিয়েছিলেন এরা। পেশায় প্রত্যেকেই রাজমিস্ত্রি। ধসের কবলে পড়ে মৃত্যু হয় এই দুই জনের। এই ঘটনায় শোকস্তব্ধ জলপাইগুড়ির সদর ব্লক। শনিবারই মৃতদের দেহ এসে পৌঁছেছে জলপাইগুড়িতে। গত ১৫ ডিসেম্বর জীবিকার তাগিদে ঘর ছেড়েছিলেন বাংলার মোট ১১ জন নির্মাণ শ্রমিক। এদের মধ্যে ৮ জন রাজগঞ্জ ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের ঝাকুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বাকি তিন জন ধামিপাড়া গ্রামের। এদের প্রত্যেকের শুক্রবারই একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল। নিয়তির পরিহাসে ২ জন আর পারলেন না ঘরে ফিরতে। প্রাকৃতিক বিপর্যয়ে চলে গেলেন না ফেরার দেশে।