জেলা

বদলি করা হল বীরভূমের সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে

বীরভূমের সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে বদলি করল জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলা আদায়-সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রসেনজিৎ দত্তের জায়গায় আনা হল অশোক সিনহা মহাপাত্রকে। বীরভূম জেলা পুলিশ সুপারের লিখিত নির্দেশে এই বদলি বলে জানা গিয়েছে।  প্রসেনজিৎ দত্তকে রামপুরহাট থানায় বদলি করা হয়েছে। সিউরি থানতে কর্মরত অশোক সিনহা মহাপাত্রকে সাঁইথিয়া থানায় ওসি হিসেবে পাঠানো হচ্ছে। প্রসেনজিৎ দত্ত-র বিরুদ্ধে তোলা আদায় সহ একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলে সরব হন। প্রসেনজিত দত্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপিও। গত ১৮ ডিসেম্বর সাঁইথিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। তার মাঝে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল সাঁইথিয়া থানার ওসি-কে। প্রসঙ্গত কিছুদিন আগে প্রসেনজিত দত্তকেব বেঁধে রাখার নিদান দিয়েছিল এক বিজেপি নেতা।