দেশ

চিন, হংকং সহ ৬টি দেশ থেকে আগত যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট পোর্টালে আপলোড বাধ্যতামূলক!

নতুন প্রজাতির সংক্রমণের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের নয়া নির্দেশিকা জারি করল। চিন, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, থাইল্যান্ড, জাপান, এই সমস্ত দেশ থেকে আসা আন্তর্জাতিক বিমান যাত্রীদের  ৭২ ঘন্টার মধ্যে করোনা আরটিপিসিআর  নেগেটিভ রিপোর্ট পোর্টালে আপলোড বাধ্যতামূলক। দেশের প্রত্যেকটি বিমানবন্দরে, এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী যদি কেউ একটি দেশ থেকে অন্য দেশে আসার সময় মাঝে কোথাও বিরতি নেন, তবে তার ক্ষেত্রে পুনরায় টেস্ট করতে হবে। এছাড়াও চলবে র‍্যাপিড টেস্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিবের দফতর থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব রাজীব বনসালকে। বছরের প্রথম দিন থেকে সকাল  ১০টা থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।