খেলা

টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতের জয়

টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হারতে হল শ্রীলঙ্কাকে। ২ রানে জিতে টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। হার্দিক পান্ডিয়ার দলকে কম রানে বেঁধে ফেলার সুযোগ কাজে লাগাতে পারল না শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে তুলেছিল ১৬২। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করে ভারতের জয়ের নায়ক শিবম মাভি। ২২ রানে তিনি ৪ উইকেট তুলে নেন। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। এদিন ঈশান কিশানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। দেশের হয়ে টি২০ অভিষেক ম্যাচেই ব্যর্থ শুভমান। ৫ বলে মাত্র ৭ রান করে তিনি মহেশ থিকসানার বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন। ভারতের রান তখন ২.৩ ওভারে ২৭। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভারত বড় ধাক্কা খায়। ৩৮ রানের মাথায় চামিকা করুণারত্নের বলে আউট হন সূর্যকুমার যাদব। ১০ বলে ৭ রান করেন তিনি। পাওয়ার প্লে-তে ভারতের রান ছিল ২ উইকেটে ৪১। সপ্তম ওভারে আবার ধাক্কা খায় ভারত। সঞ্জু স্যামসনকে (৫) তুলে নেন ধনঞ্জয় ডি সিলভা। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিশান। একাদশ ওভারের তৃতীয় বলে ঈশানকে তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ২৯ বলে ৩৭ রান করে তিনি আউট হন। ৯৪ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় ভারত। দিলশান মাদুশঙ্কার বলে আউট হন হার্দিক পাণ্ডিয়া (২৭ বলে ২৯)। ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। এই দুজনের দাপটে ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে। শেষদিকে ঝড় তুলে দীপক হুডা ২৩ বলে ৪১ এবং অক্ষর প্যাটেল ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ওয়ানিন্দু হাসারঙ্গা, দিলশান মাদুশঙ্কা, মহেশ থিকসানা, চামিকা করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা ১টি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারে পাথুম নিসঙ্কাকে (১) তুলে নেন শিবম মাভি। এক ওভার পরেই ফেরান ধনঞ্জয় ডি সিলভাকে (৮)। শুরুর ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। পরপর ফিরে যান চরিথ আসালঙ্কা (১২) কুশল মেন্ডিস (২৮) এবং ভানুকা রাজাপক্ষে (১০)। ওয়ানিন্দু হাসারঙ্গাকেও (২১) তুলে নেন শিবম মাভি। অধিনায়ক দাসুন শনাকার (২৭ বলে ৪১) লড়াই কাজে আসেনি। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। অক্ষর প্যাটেলের তৃতীয় বলে ৬ মেরে ম্যাচ জমিয়ে দেন করুণারত্নে। পরের বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন রাজিথা। শেষ বলে দরকার ছিল ৪ রান। ১ রান ওঠে। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন মাদুশঙ্কা (০)। ১৬০ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২২ রানে ৪ উইকেট নেন শিবম মাভি। ২টি করে উইকেট নেন উমরান মালিক ও হর্শাল প্যাটেল।