টানা ৩ ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার হল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের । মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর ডান পায়ে অস্ত্রোপচার হয়। টানা ৩ ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার হল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের । শুক্রবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর ডান পায়ে অস্ত্রোপচার হয়। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ঋষভ পন্থের। শুক্রবার চিকিৎসক দীনশ পারদিওয়ালার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ভারতীয় ক্রিকেটারের ডান পায়ে অস্ত্রোপচার করেন। চিকিৎসক দীনশ পারদিওয়ালা কোকিলাবেন হাসপাতালের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি যুক্ত। ক্রিকেটারদের শারীরিক ফিটনেসের ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাঁর অধীনেই চিকিৎসাধীন রয়েছেন পন্থ। এদিন প্রায় টানা ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ভারতীয় ক্রিকেটারের। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার পথে ঋষভ পন্থ। তবে অফিসিয়ালি হাসপাতালের তরফে ভারতীয় ক্রিকেট দলের সদস্যকে নিয়ে কোনও বুলেটিন দেওয়া হয়নি। ঋষভ পন্থের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই তাঁর চিকিৎসা সংক্রান্ত আপডেট বোর্ডের (BCCI) তরফে জানানো হবে।