খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

ব্যাটিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২–১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২২৮। জবাবে ১৬.‌৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৯১ রানে বড় ব্যবধানে জয় ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা অবশ্য ভাল হয়নি। ঈশান কিষান একটি রান করে প্রথম ওভারেই ফিরে গেলেন। মধুশঙ্কার বাউন্স সামলাতে পারেননি। এই পর অবশ্য তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠী ১৬ বলে ৩৫ রানের একটা দেখার মতো ইনিংস খেললেন। মূলত তার জন্যই পাওয়ার প্লে আজ ভাল কাজে লাগাল ভারত। শুভমন গিল অবশ্য বল প্রতি রান করছিলেন। সেভাবে বড় শট খেলতে পারছিলেন না। অন্যদিকে ছিলেন সূর্য কুমার। কিছুটা সেট হয়ে গিয়ে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করলেন সূর্য। বিশেষ করে ব্যাকফুটে দেখার মত মারলেন। স্কুপ করলেন কবজির জোরে। ২৬ বলে ৫০ পূর্ণ করে ফেললেন সূর্য।তিনি সম্পূর্ণ অন্য জাতের ব্যাটসম্যান আবার বুঝিয়ে দিলেন। ভারতের মিস্টার ৩৬০ প্রায় ছেলে খেলা করলেন লঙ্কার বোলারদের নিয়ে। স্পিনার হোক বা পেসার, সূর্যের দাপটের কাছে অসহায় লাগছিল তাদের। শুভমন গিল ৪৬ করে ফিরলেন। কিন্তু অন্যদিকে সূর্য কুমার যেখানে ইচ্ছে সেখানে মারছিলেন। ৪৫ বলে শতরান পূর্ণ করলেন সূর্য। এই নিয়ে তিন নম্বর সেঞ্চুরি হয়ে গেল তার। কেন তিনি পৃথিবীর সেরা আবার দেখিয়ে দিলেন। শেষদিকে অক্ষর প্যাটেল কিছু রান তুললেন। অর্শদীপ সিং আগের ম্যাচ জঘন্য বল করলেও আজ তিনটি উইকেট নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। ভারত বিশাল ব্যবধানে সিরিজ জিতল।