গঙ্গাসাগর পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে প্রশংসা করলেন রাজ্য সরকারের। রবিবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে করে গঙ্গাসাগর পৌঁছন তিনি। এরপর ঘুরে দেখেন কন্ট্রোল রুম। বিকেল ৫টা নাগাদ কপিল মুনির আশ্রমে গিয়ে সপরিবারে পুজো দেন রাজ্যপাল। শুধু পুজো দেওয়া নয়, ঘুরে দেখেন আশ্রম চত্ত্বর, সাগরতট। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সমিত গুপ্তা প্রমুখ। এদিন তিনি বলেন, গঙ্গাসাগর মানে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলনস্থান। এই আয়োজনের সাফল্য কামনা করে তিনি বলেন, এই মেলা মানে শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানবতার। আয়োজন ব্যবস্থার প্রশংসা করেন তিনি। প্রশাসন সূত্রে খবর, এদিন রাতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের গেস্ট হাউসে থাকবেন তিনি। আগামিকাল ফিরবেন কলকাতায়।