সাদা বরফের চাদরে ঢাকল উত্তর সিকিমের লাচুং। সেখানে তুষারপাত চলছে। অঝোরে আপনমনে ঝরছে বরফ। রাস্তায় কয়েক মিটার পুরু বরফের চাদর। পাহাড় দেখতে গিয়ে বরফের দেখা পেয়ে আনন্দে আত্মহারা পর্যটকেরা। দার্জিলিংয়েও ঠান্ডা পড়ছে ভালোই। তবে বরফের দেখা মেলেনি এখনও। সিকিমে তুষারপাত সেই সম্ভাবনাকে উসকে দিচ্ছে। এদিকে, বুধবারও উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শীতল দিনের পরিস্থিতি রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে পার্বত্য অঞ্চল।