সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লেগেছে বলে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে শতাধিক দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের এফডি (FD Block) ব্লকের অস্থায়ী বাজারে আগুন লাগে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। ঝুপড়ি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনী ও পুলিশকে। এদিকে একে একে পুড়তে থাকে ঝুপড়ি দোকানগুলি। সব মিলিয়ে ভস্মীভূত হয়ে গিয়েছে শতাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। অগ্নিকান্ডের জেরে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।