দেশ

আজ সুপ্রিমকোর্টে ডিএ মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) মামলার শুনানি। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে এই শুনানি হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের আশা, শীর্ষ আদালত ডিএ দেওয়ার পক্ষেই নির্দেশ দেবে। যদিও সরকার তা আটকাতেই সওয়াল চড়াবে। শুনানিতে সরকার আগেই জানিয়েছে, কর্মচারীদের দাবি মতো বছরে দু’বার ডিএ দিতে গেলে রাজ্যের অতিরিক্ত ৪১ হাজার ৭৭০ কোটি টাকার বোঝা পড়বে। তাছাড়া আগে যেখানে মাত্র ২ শতাংশ ডিএ দেওয়া হতো, এখন তা হয়েছে ১২৫ শতাংশ। তাই ৩ লক্ষ ১৯ হাজার রাজ্য সরকারি কর্মচারী যে দাবি করছেন, তা মানা সম্ভব নয়। যদিও এর বিরোধিতা করছে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব এমপ্লয়িজ।