কলকাতা

ফের নামল পারদ, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী কিছুটা পারদ নামলেও তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। তাই শীতের আমেজ সামান্য ফিরলেও মূল শীত আজও অধরা রাজ্যে। কুড়ির কোঠা থেকে রাতের তাপমাত্রা নেমে এল ১৬-র ঘরে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২৭ এর ঘর থেকে সামান্য নেমে ২৬.২ ডিগ্রি। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে ভোরে। দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হবে ৯৪ শতাংশ। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবারের পর রাজ্যের উপকূল অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুই থেকে তিন দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। দুই দিন ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যেই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।