বিদেশ

ইরাকে স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় মৃত ২, আহত ৭০

পদপিষ্টের ঘটনা এবার ইরাকের একটি স্টেডিয়ামে। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একজন। আহত ৭০। আহতদের মধ্যে কতজনের আঘাত গুরুতর, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। আহতদের স্টেডিয়াম সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের।  ইরাক প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে,  এদিন খেলা ছিল ইরাক বনাম ওমানের। গলফ ম্যাচের ফাইনাল। খেলা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।জানা গিয়েছে, খেলার দেখার জন্য অনেকেই টিকিট না কেটে হাজির হন। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকেরা জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে নামান হয় সেনা। পাশাপাশি নামে পুলিশ। দর্শকদের হঠাতে গেলে উল্টো ফল হয়। সঙ্গে সঙ্গে ওই স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিতে হয়। জানা গিয়েছে, এবারের গলফ টুর্নামেন্ট ছিল ২৫ তম। ইরাক ছাড়াও ম্যাচে অংশ নেয়, বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। ইরাকে প্রথম শুরু হয় এই কটি দেশকে নিয়ে গলফ টুর্নামেন্ট।  টুর্নামেন্টের ২৫ বছর হওয়ায় ইরাকের  বার্সা শহরে ম্যাচের আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে স্টেডিয়ামে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দফতর এবং অ্যাম্বুল্যান্স।