দেশ

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, দেখাবে জেএনইউ ছাত্র সংসদও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি-র তৈরি তথ্যচিত্রে গুজরাত দাঙ্গা প্রসঙ্গ থাকায় বিজেপি বেশ ব্যাকফুটে। সেই তথ্যচিত্র ভারতে প্রদর্শন-প্রচারণ বন্ধ করে দিয়েছে সরকার। সেই নির্দেশ ভেঙে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তথ্যচিত্রটি দেখানো হয়েছে। এনিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থানায় অভিযোগ জানিয়েছে। তথ্যচিত্রটির প্রদর্শন ভারতে বন্ধ করা নিয়ে দেশের রাজনৈতিক মহল তো বটেই আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে। যদিও আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে সরাসরি কোনও নিন্দা বয়ে যায়নি। এ সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র পাশ কাটানো মন্তব্য করে জানিয়েছেন, ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর। দুই দেশেরই একটাই মূল্যবোধ আর সেটা হল গণতন্ত্র রক্ষা। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নিড প্রাইস সোমবার (স্থানীয় সময়) এক প্রশ্নের উত্তরে বলেন, আপনারা যে তথ্যচিত্রের কথা বলছেন, সে ব্যাপারে আমি কিছুই প্রায় জানি না। আমি শুধু এটুকুই জানি, আমেরিকা ও ভারতের সম্পর্ক সুগভীর এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত দুই দেশে। এদিকে, কেন্দ্র বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার কয়েকদিনের মধ্যেই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে সেটি দেখানো হয়। ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চন’ নামে ওই তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাত দাঙ্গায় বিজেপি নেতাদের প্রতি একপেশে রিপোর্ট নিয়ে সমালোচনা করা হয়েছে। গত শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইউটিউব এবং ইউটিউব লিঙ্ক ব্লক করে দেয়। কিন্তু, আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি সোমবার একটি অভিযোগ দায়ের করে। যাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে তথ্যচিত্রটি পর্দায় দেখিয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগে ভিত্তিতে তারা বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে, ছাত্র সংসদের তরফে বলা হয়েছে, তারা অবৈধ কিছু করেনি। তথ্যচিত্রটি তারা সরকার ব্লক করার দুদিন আগে দেখিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।