কেন্দ্রের মোদি সরকারের বাজেট বিরোধিতায় আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে কালা দিবস পালনের ডাক দিচ্ছে কৃষক সংগঠনগুলি। সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছেন, ওইদিন দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে। এমনকী, পোড়ানো হবে ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট কপিও। পাশাপাশি ওইদিনই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। হবে ধর্না, প্রকাশ্য সমাবেশ। সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, এবারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, ১০০ দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষকে। আন্দোলনকারীদের দাবি, মনরেগার আওতায় ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। দিতে হবে দৈনিক ৬০০ টাকা মজুরি। সংগঠনগুলির অভিযোগ, বারবার এই অভিযোগ করা হলেও তা খারিজ করেছে মোদি সরকার।