তুরস্ক ও সিরিয়ার পর মধ্যপ্রাচ্যে ফের ভূমিকম্প। এবার কেঁপে উঠল প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক সহ ইজরায়েল ও লেবানন। জানা গিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ১১টা ৪৫ নাগাদ প্যালেস্টাইন সহ আশেপাশের দেশগুলিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলাস শহরের কাছে, ভূপৃষ্টের ১০ কিমি গভীরে। যদিও কম্পন মৃদু হওয়ায় হতাহতের কোনও খবর নেই। একই কারণে ভূমিকম্প সম্পর্কিত কোনও সতর্কতাও জারি করা হয়নি প্রশাসনের তরফে। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে ইতিমধ্যেই প্রায় ৭ হাজার ৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তাই সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, ইজরায়েল ও প্যালেস্টাইন দু’টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যাকে বিজ্ঞানীরা আফ্রিকান-সিরিয়ান রিফটও বলে থাকেন। তাই এই এলাকায় ভূমিকম্পের আশঙ্কা খুবই বেশি। গত পরশু তুরস্ক ও সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্প ঘটেছিল দু’টি টেকটনিক প্লেট সমান্তরালভাবে পরস্পরের বিপরীতে সরে যাওয়ার ফলেই।