এদিন সমাধান যাত্রায় বেরিয়ে অওরঙ্গাবাদের বরুণ ব্লকের কাঞ্চনপুরে পঞ্চায়েত দফতরের নতুন ভবন উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। স্থানীয় গ্রামবাসীরা সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাতে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে দেন তারা। নিরাপত্তা রক্ষীদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রীকে লক্ষ করে চেয়ার ছুঁড়ে মারলেন এক যুবক। যদিও ওই চেয়ার নীতীশের গায়ে আঘাত হানার আগেই নিরাপত্তা রক্ষীরা লুফে নেন। অভিযুক্ত যুবককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ নিয়ে সমাধান যাত্রায় বেরিয়ে তিন-তিনবার স্থানীয বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ৫ ফেব্রুয়ারি কাটিহারে এক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।