মালদা

রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই

হক জাফর ইমাম, মালদা: রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ মৃত এক ছাত্র আহত আরো দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মালদা রতুয়া থানার বটতলা এলাকায় রাজ্য সড়কে। আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় গ্রামীণ হাসপাতাল। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম ইসরাইল শেখ (১৬) সে দশম শ্রেণীতে পড়াশোনা করত। আহতরা হলেন সেলিম আখতার(১৭) ও সামীর আখতার(১৫)। তাদের বাড়ি মালদা রতুয়া থানার হলদি পুকুর এলাকায়। পুলিশ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সম্পর্কে স্থানীয় বাসিন্দা মোঃ জুলফিকার জানিয়েছেন, বটতলা আদর্শ মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল তিন ছাত্র এমন সময় হঠাৎ দুটি লরির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুটির মধ্যে একটি লরিতে পাথরবোঝাই করা ছিল। সেই পাথর ছিটকে পরে তিন ছাত্রের উপর। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ইসরাইলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুজন ছাত্রর অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তিনি আরো বলেন একটি লরি আসছিল সামসির দিক দিয়ে উল্টো দিকে রতুয়ার দিক থেকে আসছিল একটি লরি। বটতলা এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে।পুলিশ মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা রতুয়া থানার পুলিশ।