বিজ্ঞান-প্রযুক্তি

দেশজুড়ে কর্মী ছাঁটাইয়ের তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের

ভারতে কর্মরত ৪৫৩ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। বৃহস্পতিবার রাতে গুগল ইন্ডিয়ার ভারত শাখার প্রধান তথা ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা এক ইমেল পাঠিয়ে ওই কর্মীদের কাজ থেকে বরখাস্তের কথা জানান। ছাঁটাইয়ের নোটিশ পেয়ে কাজ হারানো কর্মীরা বিস্মিত হয়ে গিয়েছেন। কী কারণে ছাঁটাই করা হলো, তার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুগল কর্তা।আর্থিক মন্দার পদধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের নামী তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। মাইক্রোসফট থেকে শুরু করে মেটা, সাপ থেকে শুরু করে আলফাবেট-সব সংস্থাই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক মন্দার হাত তেকলে বাঁচতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও পথ খোলা নেই। গত মাসেই গুগল, ইউটিউবের মালিক আলফাবেটের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছিলেন, চলতি বছরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সংস্থার ৬ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলা হবে।