বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর মুখে রাজ্য বাজেট পেশ করা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে হাফ মন্ত্রী বলে মন্তব্য করায় বিধানসভায় ফিরে এল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি। রাজ্য রাজনীতিতে কংগ্রেসকে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মিহির গোস্বামী আদি কংগ্রেসে প্রিয় – সুব্রতর অনুগামী বলে পরিচিত। গতকাল, বিধানসভায় বাজেট বিতর্কে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিশানা করতে গিয়ে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অস্ত্রেই শান দিলেন মিহির। যদিও, জবাবি ভাষনে সেই মিহিরকেও ছেড়ে কথা বলেননি চন্দ্রিমা। মিহিরকে ‘অমানুষ’ বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। মিহিরকে ‘অমানুষ’ বলার প্রতিবাদে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিজেপি। বিধানসভায় রাজ্য বাজেট বিতর্ক ও বাজেট পাসকে ঘিরে দু’ দিনের আলোচনায় অংশই নিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে আজ বাজেট বিতর্কের শেষে জবাবি ভাষনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অনেক বিরোধী দলনেতা দেখছি। কিন্তু, বাজেট অধিবেশনে বাজেট বিতর্কে অংশ নেওয়াকে প্রয়োজন বলে মনে করেন না এমন বিরোধী দলনেতা দেখিনি।’