কলকাতা

রাজ্যের ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিতে সায় রাজ্যপালের

 রাজভবন-নবান্ন সংঘাতের আবহেই মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে।  রাজ্যের ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিতে সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে ৭ উপাচার্য রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজ্যপালের তরফে ৭ উপাচার্যের কার্যকালের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। ফলে আরও তিন মাস ওই ৭ জন উপাচার্য কাজ চালিয়ে যেতে পারবেন। এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যপালের কাছে একটি করে পদত্যাগপত্র দিয়েছেন উপাচার্যরা। রাজ্যপাল তিন মাসের কাজের মেয়াদ বাড়িয়েছেন তাঁদের। ফলে এরা প্রত্যেকে এখন বৈধ উপাচার্য। মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলি সঠিকভাবে চলুক। কোনও সংঘাত ছাড়া। পাশাপাশি ব্রাত্য বসু বলেন, একইসঙ্গে কাজ করবে রাজভবন ও নবান্ন। প্রসঙ্গত এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনও।