শান্তিনিকেতনে বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ হত, এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে এই সাফাই গান ‘সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ’ উপাচার্য। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব চলে বিশ্বভারতীতে। কিছু বুড়ো খোকারা থাকেন এর পিছনে। তাই তাণ্ডব বন্ধ করেছি। বসন্ত বন্দনা হবে।’ তাঁর আরও দাবি, ‘রবীন্দ্রনাথ উৎসব চাননি, তিনি বন্দনা চেয়েছিলেন। আমরা সেটাই করব। তাণ্ডব বন্ধ করে হবে বসন্ত বন্দনা।’ একইসঙ্গে এদিন বিদ্যুত চক্রবর্তী বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে এ বারও বসন্ত উৎসব করা হচ্ছে না। তার পরিবর্তে করা হচ্ছে বসন্ত বন্দনা। আগামী ৩ মার্চ ওই অনুষ্ঠান হবে। যেখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছাড়া বাইরের কারও প্রবেশাধিকার থাকবে না।