বিদেশ

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২৬, আহত ৮৫

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৬ জন। জখম আরও ৮৫। ঘটনাটি ঘটেছে, গতকাল, মঙ্গলবার রাতে গ্রিসের টেম্পে এলাকায়। জানা গিয়েছে, একই লাইনে একটি মালগাড়ি ও একটি প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। ট্রেন দু’টির চালক কিছু বুঝে ওঠার আগেই জোরালো সংঘর্ষ হয় দু’টি ট্রেনের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সঙ্গে সঙ্গে বেলাইন হয়ে যায় যাত্রীবাহী ট্রেনটির চারটি কামরা। আগুনও ধরে যায় সেগুলিতে। গ্রিসের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তেই যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুইটি কামরা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখনও অবধি ২৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। ২৫০জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।