বিনোদন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, অ্যাঞ্জিয়োপ্লাস্টির পর বসল স্টেন্ট

সংবাদমাধ্যমে চর্চিত হয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। কখনও প্রাক্তনের সঙ্গে নতুন ছবি পোস্ট করে, আবার কখনও ললিত মোদীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে। সুস্মিতাকে আগামীতে দেখা যাবে, জনপ্রিয় ওয়েব সিরিজ আর্যার তৃতীয় সংস্করণে। গতমাসেই আর্যা-3-র টিজার শেয়ার করে অভিনেত্রী জানান, শীঘ্রই শুটিং শুরু করবেন তিনি। যাই হোক এর মধ্যেও খারাপ খবর! সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গিয়ে নিজেই এ কথা ভাগ করে নিলেন ৪৬ বছরের অভিনেত্রী। এদিন বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর উপর শারীরিক হামলার সমস্ত বিবরণ দিলেন। সঙ্গে অনুরাগীদের জানালেন, এই মুহূর্তে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তাঁর পোস্টে, অভিনেত্রী আরও উল্লেখ করেছেন যে, ‘শুভানুধ্যায়ী এবং প্রিয়জনদের’ জানাতে খবরটি শেয়ার করতে প্রয়োজন মনে করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বাবাকে জড়িয়ে রয়েছেন সুস্মিতা সেন। যেখানে তাঁকে সোনালি জালের শাড়ি পরতে দেখা গিয়েছে। ছবির পাশাপাশি, সুস্মিতা লিখেছেন, “আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, কারণ এটি আপনার পাশে দাঁড়াবে সবসময়” (আমার বাবার বুদ্ধিমান কথা)। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্থানে স্টেন্ট আছে। গুরুত্বপূর্ণভাবে, আমি আক্রান্ত হই। আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন, আমার সঙ্গে সঙ্গে অনেক মানুষ থাকতে। যারা সেই সময় আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্খী এবং প্রিয়জনের জন্যে, যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি এখন সম্পূর্ণ ঠিক আছি।” তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, তাঁর উদ্বিগ্ন ভক্তরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করতে ছুটে গিয়েছেন মন্তব্য বক্সে।