গুলিতে ঝাঁঝরা একটি হাতির মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের সরস্বতীপুরে। হাতির দেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বন দপ্তরের কর্মীরা। তবে হাতিটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বৈকুণ্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের সরস্বতীপুর এলাকায় একটি মৃত দাঁতাল হাতির দেহ পড়ে থাকতে দেখা যায়। গায়ে প্রচুর গুলির চিহ্ন ছিল। এই দৃশ্য দেখা মাত্র বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে বৈকুন্ঠপুর ডিভিশনের শালুগাড়া রেঞ্জের অধীনে থাকা সরস্বতীপুর বিট অফিসের বনকর্মীরা। খবর চাউর হতেই মৃত হাতিটিকে দেখতে ভিড় জমে যায়। পরে বনকর্মীরা গ্রামবাসীদের সুরক্ষার কথা চিন্তা করে জঙ্গল থেকে তাদের সরিয়ে দেয়। কীভাবে মারা গেল হাতিটি তা তদন্ত শুরু করেছে বন দফতর। বৈকন্ঠপুরের ডিএফও হরিকৃষ্ণান বলেন, “তিস্তা পারে থাকা আর্মি ফায়ারিং রেঞ্জে গোলাগুলি ছোড়া হয়েছে। হাতির গায়ে গুলি লাগার চিহ্ন পাওয়া গেছে। তবে আগামীকাল ময়নাতদন্ত হবে। তারপর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”