দেশ

চলন্ত ট্রেনে ঘুমন্ত মহিলা যাত্রীর মাথায় প্রস্রাব করে চাকরি থেকে বরখাস্ত টিকিট পরীক্ষক

মদ্যপ অবস্থায় অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসের মধ্যে মহিলা যাত্রীর মাথায় প্রস্রাব করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষক মুন্না কুমারকে আগেই গ্রেফতার করেছিল জিআরপি। এবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করল রেল। রবিবার অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসে এক মহিলা যাত্রীর মাথায় প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে টিকিট পরীক্ষক মুন্না কুমারের বিরুদ্ধে। অভিযুক্ত টিকিট পরীক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসে ফিরছিলেন পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ওই মহিলা। সঙ্গে তাঁর স্বামী ছিলেন। ট্রেনের এ ওয়ান কোচে তাঁরা ফিরছিলেন। মহিলা যাত্রীর অভিযোগ, রবিবার গভীর রাতে ট্রেনের মধ্যে আচমকা টিকিট পরীক্ষক তাঁর মাথায় প্রস্রাব করে দেন। এরপর তাঁর চিৎকার শুনে ছুটে আসেন সহযাত্রীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মদ্যপ টিকিট পরীক্ষককে ধরে ফেলেন। এরপর ট্রেনটি সোমবার লখনউয়ের চারবাগ রেলওয়ে স্টেশনে পৌঁছলে অভিযুক্তকে GRP-এর হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্তকে টিকিট পরীক্ষককে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এবার যাত্রীর মাথায় প্রস্রাব করে দেওয়ায় তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হল।