রাজ্যে সব হাসপাতালগুলির ওপর চাপ কমাতে রাজ্যে আরও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেজন্য রাজ্যের স্বাস্থ্যদফতর প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দও করে দিয়েছে। রাজ্যের ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির ছাড়পত্রও দিয়ে দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এছাড়াও বিভিন্ন জায়গায় নিজস্ব ভবনবিহীন যে সব সাবসেন্টার চলছিল সেখানেও ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমন ২৩টি সাব সেন্টারের জন্য আরও ৯ কোটির বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। দু’টি প্রকল্পেই ২০২৩-২৪ সালের পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান থেকে বরাদ্দ করা হয়েছে।