কলকাতা

ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

 আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । পূর্বাভাস সত্যি করে উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টির দাপট। এবার পালা কলকাতার। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে শহরে শুরু হয়ে যাবে প্রবল ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। কলকাতা ছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।  এদিন সন্ধ্যা থেকে একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও এদিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়-বৃষ্টি চলছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও। হুগলির আরামবাগে এদিন সন্ধ্যা থেকে প্রবল ঝড় হয়। সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত। পাশাপাশি মেদিনীপুর শহর-সহ জেলার বিভিন্ন জায়গাতেই সন্ধ্যা থেকে দেখা যায় ঝড়ো হাওয়ার দাপট। সঙ্গে চলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। জেলার প্রায় সর্বত্রই কমবেশি এই ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘাটাল মহকুমা জুড়েও হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি।উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা জারি থাকছে ঝড় বৃষ্টি । সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। ‘দামিনী” অ্যাপের মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় মালদা ও দিনাজপুরে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত কোথাও কোথাও ২০ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস থাকছে। আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার ফলে গরম যেভাবে বাড়ছিল ২রা এপ্রিল পর্যন্ত সেই অনুযায়ী তাপমাত্রা থাকবে না। তাপমাত্রার ছন্দ পতন হবে। দক্ষিণবঙ্গে ১৬ এবং ১৭ মার্চ থাকছে বজ্রপাতের পূর্বাভাস এবং এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কমতে পারে তাপমাত্রা। পরবর্তীতে কখন ঝড় বৃষ্টি বা বজ্রপাতের পরিমাণ বাড়বে তা পরবর্তীতে জানানো হবে। ” দামিনী” অ্যাপের মাধ্যমে সতর্ক থাকার নির্দেশ আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঝড় ও বজ্রপাতের কারণে চা বাগানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি সবজি ও ফসলের ক্ষতির সম্ভাবনা থাকছে। আগামী ২০ মার্চ পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের নিচেই থাকবে। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে সম্ভাবনা প্রবল। কলকাতায় ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ এবং ১৯ মার্চ নাগাদ। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে হাওয়ার গতি কমবে ২০ মার্চ থেকে ধীরে ধীরে।