কলকাতা

রাজ্যে দুর্যোগের আশঙ্কা, বিদ্যুৎ দফতরের সব কর্মীদের ছুটি বাতিল

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। সমস্ত বিদ্যুৎ কর্মীদের আগামী বেশ কয়েকদিন সব ছুটি বাতিল করা হয়েছে ।২৮শে মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সর্বস্তরের কর্মীদের সব ছুটি বাতিল । বিদ্যুৎ ভবনে বৃহস্পতিবার দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ সচিব সুরেশ কুমার, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান শান্তনু বসু ও বিদ্যুৎ দফতরের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেকোনো পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য দফতরের সমস্ত কর্মীদের সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোন অভিযোগ জানানো জন্য দফতরের কন্ট্রোল রুম খোলা থাকছে।যার ফোন নম্বর -৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার সন্ধ্যায় ঝড় ও শিলা বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী প্রায় ১০০ টি খুঁটি ভেঙেছে, প্রায় আড়াইশোটি জায়গায় গাছ পড়ে তার ছিড়ে গেছে, বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়। যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর অধিক বিদ্যুৎকর্মী ও আধিকারিক কাজ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলেছেন। তিনি এই পাঁচ জেলার বিদ্যুৎ দফতরের অধিকর্তা ও কর্মীদের বিপর্যয় রুখে দেওয়ার জন্য ধন্যবাদ জানান এদিন।