রাজনৈতিক বিদ্বেষের কারণেই গ্রেফতার হয়েছেন তিনি। এমনটাই দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। গ্রেফতার হওয়ার বেশ কিছুদিন পর অবশ্য তাঁকে দল থেকে বহিস্কার করেছে তৃণমূল । বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্তল জানান, তাঁর ভাবমূর্তি নষ্ট করছে সংবাদমাধ্যম। গালগল্প করে মিডিয়া তাঁর নামে প্রচুর সম্পত্তি আছে বলে খবর করেছে। কুন্তলের দাবি, আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে তাঁর সম্পত্তি বলতে গেলে কিছুই নেই। তাঁর আর্থিক অবস্থা এটি খারাপ যে তিনি ছেলের স্কুলের ফিসটা পর্যন্ত দিতে পারছেন না বলে জানিয়েছেন। কুন্তল এদিন বলেন, সংবাদমাধ্যমের এসব মনগড়া খবরের ফলে সমাজে তাঁর মানসম্মান নষ্ট হয়েছে। মা মাটি মানুষের কাছে তিনি অসম্মানের পাত্র হয়েছেন। পরিবারেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মিডিয়ার এসব প্রচারের ফলে। গোপাল দলপতির সঙ্গে যে তাঁর আর্থিক লেনদেন হয়েছে সে কথা জানান কুন্তল। তবে কত টাকার লেনদেন হয়েছে তা নিয়ে মুখ খোলেননি তিনি। শুধু বলেন, গোপালকে টাকা দিয়েছি। অনেক টাকা।