কলকাতা

ডেঙ্গু মোকাবিলায় বৈঠক নবান্নে, জারি নির্দেশিকা

রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু মোকাবিলা করতে উচ্চ পর্যায়ের বৈঠক হল নবান্নে। বৃহস্পতিবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা৷ এদিনের বৈঠকে ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সূত্রের খবর। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় ১.৩২ লাখ স্বাস্থ্যকর্মীকে মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে শহরাঞ্চলে চলতি মার্চ মাস থেকেই মানুষকে সচেতন করার কাজ শুরু করা হয়েছে। নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি যা চলতি বছরের শেষ পর্যন্ত চলবে। গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ১৫ জনের একটি কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কমিটি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মশাবাহিত রোগ নিয়ে সমস্ত ধরনের সচেতনতা এবং কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং পুরসভার ক্লিনিকগুলিতেও ব্যবস্থা রাখা হচ্ছে। মশার জন্ম রোধ করতে প্রায় ১৫০০ কিলোমিটার খালকে সপ্তাহে দু’বার সংস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডেঙ্গু প্রবণ এলাকা যেমন বন্ধ কারখানা, সরকারি অফিস চত্বর, বাস ডিপো, ডাম্পিং গ্রাউন্ড,পরিত্যক্ত খালি জমিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা প্রসারে রাজ্যের স্কুলশিক্ষা দফতর, সমাজকল্যাণ দফতর, পুলিশ এবং হাউসিং বিভাগকেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।