দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর, আরও ৪ শতাংশ ডিএ বাড়ালো কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। শুক্রবার ওই ৪ শতাংশ ডিএ দেওয়া কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে হল ৪২ শতাংশ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে ওই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। ওই সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রের খরচ হবে ১২ হাজার ৮১৫ কোটি টাকা। সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। সরকারের এই সিদ্ধান্তে এখন কেন্দ্রীয় কর্মীরা ৪২ শতাংশ ডিএ সুবিধা পাবেন। এর আগে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে ডিএ পেতেন। এই সিদ্ধান্তের ফলে কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।  ডিএ প্রত্যেক বছরে দুবার বৃদ্ধি করা হয়। জানুয়ারি মাসে প্রথমবার হয়। দ্বিতীয়বার বৃদ্ধি করা হয় জুলাই মাসে। ডিএ-তে এই বৃদ্ধি ১লা জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে। মূল বেতনের ভিত্তিতে ডিএ গণনা করা হয়। প্রত্যেক সরকারি কর্মচারী ও পেনশনভোগী ডিএ পান।