কলকাতা

আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

 আগামীকাল রবিবার থেকেই শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। সোমবার বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন শহরে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। আগামিকাল থেকে শহরে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশ।