দেশ

 এপ্রিলে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

 আগামী এপ্রিল মাসে (April) মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এপ্রিলে মাসে মোট ১৫টি ব্যাংক ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া (RBI) প্রতি মাসের জন্য একটি ছুটির ক্যালেন্ডার তৈরি করে, যেখানে ব্যাংক ছুটির দিনগুলি উল্লেখ করা হয়। ওই দিনগুলিতে ব্যাংক-এ গিয়ে পরিষেবা পাওয়া যাবে না। এইসব ছুটির দিনে সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় ও আঞ্চলিক ব্যাংক-এর সব শাখা বন্ধ থাকে। এছাড়াও ব্যাংকগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে সেটা দেশের বিভিন্ন জায়গা মিলিয়ে ব্যাংক ছুটির দিনগুলি আঞ্চলিক এবং রাজ্য ভেদে আলাদা হতে পারে। আঞ্চলিক অনুষ্ঠান এবং রাজ্যের বিশেষ বিশেষ উৎসবগুলিতে ব্যাংক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

এক ঝলকে দেখে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে:

১) পয়লা এপ্রিল, ২০২৩- দেশজুড়ে ব্যাংক থাকবে। কিছু কারণের জন্য শুধুমাত্র আইজল, শিলং, সিমলা এবং চণ্ডীগড়ের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২) ২ এপ্রিল, ২০২৩ (রবিবার): রবিবার দেশজুড়ে ব্যাংক থাকে।

৩) ৪ এপ্রিল, ২০২৩ (মহাবীর জয়ন্তী)- মহাবীর জয়ন্তীতে দেশের অধিকাংশ জায়গায় ব্যাংক বন্ধ থাকে।

৪) ৫ এপ্রিল, ২০২৩- হায়দরাবাদে ব্যাংক থাকবে। কারণ সেইদিন বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী।

৫) ৭ এপ্রিল, ২০২৩ (গুড ফ্রাইড)- গুড ফ্রাইডে-তে দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে। শুধুমাত্র আগরতলা, আমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া।

৬) ৮ এপ্রিল, ২০২৩- মাসের দ্বিতীয় শনিবার। নিয়ম মেনে দেশজুড়ে ব্যাংক বন্ধ।

৭) ৯ এপ্রিল, ২০২৩ (রবিবার)- রবিবার দেশজুড়ে ব্যাংক বন্ধ।

৮) ১৪ এপ্রিল, ২০২৩ (আম্বেদকরের জন্মদিন) – দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে শুধুমাত্র আইজল, ভোপাল, নিউ দিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া। বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে।

৯) ১৫ এপ্রিল, ২০২৩ (পয়লা বৈশাখ)- বাংলা নবর্ষের প্রথম দিন পশ্চিমবাঙলায় ব্যাংক বন্ধ। পাশাপাশি বিহু, ভোগ বিহু, হিমাচল দিবসের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে অসম, ত্রিপুরা, কেরল, হিমাচলপ্রদেশেও।

১০) ১৬ এপ্রিল, ২০২৩ (রবিবার)- দেশজুড়ে ব্যাংক বন্ধ।

১১) ১৮ এপ্রিল, ২০২৩- জম্মু এবং শ্রীনগরে শাব-ই-কাদের উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে ব্যাংক বন্ধ।

১২) ২১ এপ্রিল, ২০২৩ (ঈদ উল ফিতর)- জম্মু-শ্রীনগর সহ দেশের বিভিন্ন জায়গায় ঈদ-উল-ফিতরের কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১৩) ২২ এপ্রিল, ২০২৩- ঈদ এবং মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১৪) ২৩ এপ্রিল, ২০২৩ (রবিবার)- দেশজুড়ে ব্যাংক বন্ধ।

১৫) ৩০ এপ্রিল, ২০২৩ (রবিবার)- দেশজুড়ে ব্যাংক বন্ধ।