লক্ষ্যভ্রষ্ট হল ভারতীয় সেনার ৩টি মিসাইল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রুটিন অভ্যাস চলাকালীন আচমকাই সীমার বাইরে বেরিয়ে যায় ওই তিনটি শর্ট রেঞ্জ মিসাইল। ফায়ারিং রেঞ্জের বাইরে গিয়ে পড়ে মিসাইলগুলি। যদিও নির্জন এলাকায় গিয়ে পড়ায় কেউ জখম হননি। তবে প্রথম মিসাইল যেখানে গিয়ে পড়েছিল, তার অদুরেই রয়েছে অজসর গ্রাম। তাই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন অনেকেই। সাধারণত ভুপৃষ্ট থেকে আকাশপথে হামলা চালানো এই মিসাইল ১০-২৫ কিমি দুরে আঘাত আনতে সক্ষম। কিন্তু গতকাল কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে তা পথভ্রষ্ট হয়ে ফায়ারিং রেঞ্জের বাইরে চলে যায়। যেখানে তিনটি মিসাইল গিয়ে পড়েছে সেখানে বিরাট গর্ত হয়ে গিয়েছে। উদ্ধার হয়েছে মিসাইলগুলির ধ্বংসাবশেষ। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে খতিয়ে দেখবে সেনা। তবে এই ঘটনা ইতিমধ্যেই এই ধরণের প্রযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।