দেশ

আত্মসমর্পণ করবেন না, জানিয়ে দিলেন অমৃতপাল সিং

পঞ্জাব পুলিশের কয়েক হাজার জওয়ান ও আধিকারিক নাওয়া-খাওয়া ভুলে হন্য হয়ে তাঁকে খুঁজছেন। তিনি অবশ্য বহাল তবিয়তেই রয়েছেন। উল্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আবির্ভূত হয়ে পুলিশকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। ফেসবুকের পরে বৃহস্পতিবার ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘ইউটিউবে’ লাইভে এসে পঞ্জাব পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘কোনও ভাবেই আত্মসমর্পণ করব না।’ তিনি আর কেউ নন, তিনি হলেন দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা হিসেবে খ্যাতি পাওয়া ‘ওয়ারিশ পঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিং। গত ১৮ মার্চ থেকে খলিস্তানি রাষ্ট্রের নয়া প্রবক্তা অমৃতপাল সিং’কে গ্রেফতার করতে বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু ১৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও তাঁর টিঁকি ছুঁতে পারেনি। একের পর এক ছদ্মবেশ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে রয়েছেন তিনি। উল্টে আত্মগোপনে থেকে পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। অকাল তখতের প্রধান জাঠেদার সম্প্রতি এক বিবৃতিতে, পুলিশের সঙ্গে লুকোচুরি না খেলে অমৃতপাল সিংকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।