মারুতি সুজুকির পরে এবার পালা অশোক লেল্যান্ডের। কিছুদিন আগেই শোনা গিয়েছিল গুরুগ্রাম ও মানেসরের কারখানায় দু’দিন উৎপাদন বন্ধ রাখবে মারুতি সুজুকি। বাজারে চাহিদা না থাকার জন্যই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার শোনা গেল, একই পথে হাঁটছে আর একটি গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ড। কারখানায় উৎপাদন বন্ধের পথে দেশের তৃতীয় বৃহত্তম এই গাড়ি নির্মাতা সংস্থাটি। শুক্রবার, ৬ সেপ্টেম্বর থেকে রবিবার বাদ দিয়ে টানা ৫ দিন এন্নোর কারখানায় উৎপাদন বন্ধ রাখার কথা ঘোষণা করল তারা। এর আগে জুলাই মাসে টানা ৯ দিন পন্থনগর কারখানায় উৎপাদন বন্ধ রেখেছিল অশোক লেল্যান্ড। এছাড়া আগস্টেও প্রায় ১০ দিন গাড়ি উৎপাদন বন্ধ রেখেছিল তারা। কর্মীদের প্রতি এক নোটিশে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের ৬ এবং ৭ সেপ্টেম্বর এবং আগামী সপ্তাহের ১০ এবং ১১ সেপ্টেম্বর তাদের এন্নোর কারখানায় উৎপাদন বন্ধ রাখা হচ্ছে। এদিকে, ৯ সেপ্টেম্বরকে ইতিমধ্যেই নন–ওয়ার্কিং ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। যার অর্থ, ৬ থেকে ১১ তারিখের মধ্যে শুধুমাত্র রবিবার কারখানা খোলা থাকবে। বাজারে গাড়ি বিক্রির মন্দার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সংস্থার ক্ষতি রুখতেই এই সিদ্ধান্ত।