দেশ

প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি জানতে চাওয়ার জের, কেজরিওয়ালকে জরিমানা গুজরাত হাইকোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি কাউকে দেখানোর প্রয়োজন নেই। শুক্রবার, এমনই রায় দিয়েছে গুজরাট হাইকোর্ট। একইসঙ্গে, মোদীর ডিগ্রি দেখার দাবি তোলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উচ্চ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ডিগ্রি সম্পর্কে গুজরাট বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রীর দফতরকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল মুখ্য তথ্য কমিশন। শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিল গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি প্রকাশ্যে আনার দাবি তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আবেদনের ভিত্তিতে, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রি সম্পর্কে গুজরাট বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রীর দফতর-কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেয় মুখ্য তথ্য কমিশন। পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করে গুজরাট বিশ্ববিদ্যালয়। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর গত ফেব্রুয়ারি মাসে মামলার রায় সংরক্ষিত রাখা হয়। শুক্রবার, সেই রায় দিতে গিয়ে মুখ্য তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দিয়েছে গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের সিঙ্গল বেঞ্চ। একইসঙ্গে, প্রধানমন্ত্রী ডিগ্রি প্রকাশ করার জন্য সরব হওয়ায় কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।