দেশ

মাঝআকাশে বিমানসেবিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার সুইডেনের নাগরিক

যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ফের অশালীন আচরণ এক যাত্রীর। অভিযোগ, গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে মুম্বইগামী একটি ভারতীয় বেসরকারি সংস্থার বিমানের এক বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ করেন এক যাত্রী। ওই বিমানকর্মীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি সুইডেনের নাগরিক বলে জানা গিয়েছে। মুম্বইয়ে বিমান অবতরণের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বদলে তাঁকে জামিন দেয় মুম্বইয়ের আন্ধেরী আদালত। অভিযোগ অভিযুক্ত ব্যক্তি ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন।