নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বোঝাই ট্রেলার ঢুকে গেল দোকানের মধ্যে। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়াকলতলায়। জানা গিয়েছে, এদিন সকালে লোহার রড বোঝাই ওই ট্রেলারটি কলকাতার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯ টা নাগাদ জোড়াকলতলার কাছে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাটমুখী লেনে চলে গিয়ে একটি দোকানে ঢুকে যায়। এই দুর্ঘটনায় ট্রেলারের চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।