দেশ

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি হনুমানের মতো সংকল্পবদ্ধ, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা নরেন্দ্র মোদির

‘দেশে দুর্নীতি এবং স্বজনপোষণনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ’, বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন ভগবান হনুমান তাঁর ভক্তি শক্তি ও সাহসের জন্য গভীরভাবে শ্রদ্ধাযোগ্য, বিজেপি ভগবান হনুমানের দ্বারা অনুপ্রাণিত। বৃহস্পতিবার ভার্চুয়ালি দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ভারত ভগবান হনুমানের মতো, যা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য অনেক বেশি প্রস্তুত। তিনি আরও বলেন ভগবান হনুমানের মতো বিজেপির একটি সংকল্প রয়েছে, ভগবান হনুমানের মতো ‘করতে পারা’র মানসিকতা রয়েছে বিজেপির। এটি দেশের কল্যাণের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। দলের জন্য আত্মত্যাগ করেছেন যে কর্মীরা এদিন তাঁদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশে স্বাস্থ্য, শিক্ষা, ইনফ্রাসট্রাকচার, কৃষি এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন খাতে বিজেপি সরকার কী কী করেছে এদিন তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপি দলের নীতিতে সবসময় জাতিকে প্রথমে রেখেছে এবং সমাজের সমস্ত শ্রেণীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে। মোদি বলেন ‘সবকা হাত, সবকা সাথ এবং সবকা প্রয়াসে’ বিশ্বাস করে বিজেপি।