গতমাসেই পাশ হয়েছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ (সংশোধনী) আইন ইউএপিএ। যার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। শুক্রবার ওই আইনের বৈধতা পরীক্ষা করে দেখবে বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। তার জন্য কেন্দ্রকে নোটিসও পাঠানো হল। ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরে এই সংশোধনী আইন পাশ হলেও তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই গেল। দিল্লির মানবাধিকার কর্মী সজল অবস্তি নয়া ইউএপিএ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি জানান, ওই আইনের ভিত্তিতে কোনও ব্যক্তিকে জঙ্গি চিহ্নিত করা হলে, নিজেকে প্রমাণ করার মতো সুযোগ নেই। যা সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করে। ফলে কেন্দ্রীয় সরকার যাকে খুশি জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার করতে পারে। মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে। তখনই এই সংশোধনী নিয়ে আসা আইনকে খতিয়ে দেখার কথা বলা হয়।