দেশ

মহারাষ্ট্রে  রায়গড়ে খাদে বাস পড়ে মৃত ১২, আহত ২৫

মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ দুর্ঘটনা। মাত্রাতিরিক্ত গতির বলি হলেন ১২জন বাসযাত্রী। জানা গিয়েছে, আজ, শনিবার রায়গড় জেলার খোপোলি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় ১২জনের মৃত্যুর পাশাপাশি ২৫ জন জখম হয়েছেন। বাসটি পুনে থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় বাসে প্রায় ৩৫জন যাত্রী ছিলেন বলে খবর। প্রবল গতিতে যাওয়ার সময় আচমকাই সেটি গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। নামানো হয় উদ্ধারকারী দল। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে অনুমান।