কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের পর পরই পাকিস্তান জানিয়ে দিয়েছিল, ভারতীয় কোনও বিমান তাদের আকাশ সীমায় ঢুকতে পারবে না। বাণিজ্যিক তথা বেসরকারি বিমানগুলিকেও ঘুর পথে যেতে হবে। সেই নিষেধাজ্ঞা এখনও চলছে। এর মধ্যেই ইসলামাবাদ জানিয়ে দিল, ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানও পাক আকাশ সীমায় ঢুকতে দেওয়া হবে। শনিবার পাক বিদেশ মন্ত্রী শাহ মেহবুব কুরেশি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুরেশি-র বক্তব্য, কাশ্মীর নিয়ে ভারতের আচরণের জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সোমবার থেকে আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও স্লোভানিয়া সফরে যাওয়ার কথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তার আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তান।