কলকাতা

মুখ্যমন্ত্রী বাগড়া দেওয়ায় চন্দ্রাভিযান কেঁচে গেলঃ দিলীপ ঘোষ

চন্দ্রযান চাঁদে নামতে না পারার দায় সরাসরি মুখ্যমন্ত্রীর উপরেই চাপালেন বিজেপির রাজ্য সভাপতি 

শনিবার মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণের আগে মুহূর্তে বিচ্ছিন্ন হল যোগাযোগ।  বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী বাগড়া দেওয়ায় ব্যাপারটা কেঁচে গেল। গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন, ”মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা। বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন।” ওই মন্তব্যেরই পাল্টা শনিবার দলের অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের  মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”উৎক্ষেপণ সফল হয়েছে। অবতরণ হয়নি। বিক্রম কোথায় গিয়েছে খোঁজ নেই। বিজ্ঞানীরাই বলতে পারবেন। মুখ্যমন্ত্রী বাগড়া দেওয়ায় ব্যাপারটা কেঁচে গেল। তিনি এও বলেন, ৩৭০ অনুচ্ছেদ তুলে দিলে উনি(মুখ্যমন্ত্রী) কষ্ট পান। তিন তালাক রদ হলে হলে ওনার(মুখ্যমন্ত্রী) কষ্ট। চন্দ্রযান গেলে কষ্ট। ওনার(মুখ্যমন্ত্রী) কীসে আনন্দ বুঝতে পারলাম না।”