বেসরকারি স্কুলের বিরুদ্ধে নিজেদের খেয়াল-খুশি মতো ফি-বৃদ্ধির দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছিলেন অভিভাবকরা। এবার তাতে লাগাম পড়াতে নয়া কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার ৷ তাই স্বাস্থ্য কমিশনের ধাঁচে রাজ্যে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য তৈরি হচ্ছে শিক্ষা কমিশন বেসরকারি চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাওয়ায় তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গিয়েছিল। এই অবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছিল মূলত বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় খরচে লাগাম টানার লক্ষ্যে। এবার বেসরকারি শিক্ষা ব্যবস্থাতেও একই পথে হাঁটছে রাজ্য ৷স্বাস্থ্য কমিশন তৈরির সময় থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বহু মানুষের আবেদন ছিল শিক্ষা নিয়েও এমন পদক্ষেপ করুক সরকার ৷ সেই মতো রাজ্য সরকারের তরফ থেকেও ভাবনাচিন্তা করা হচ্ছিল বলে খবর ৷ নবান্ন সূত্রে খবর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাচিন্তাতেও বিষয়টি ছিল। নবান্ন সূত্রে খবর অবশেষে স্বাস্থ্য কমিশনের ধাঁচেই বেসরকারি শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা কমিশন গড়তে উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব দফতরকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। এই পর্যালোচনা বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী ও সচিবদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের সবকটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। সূত্রের খবর সেদিনের পর্যালোচনা বৈঠকেই রাজ্যের বেসরকারি স্কুলগুলি সরকারি নিয়মকানুন কিছুই মানছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ জানা গিয়েছে বিষয়টি নজরে আসতেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য কমিশনের কায়দায় শিক্ষা কমিশন গঠনের জন্য উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী।বেসরকারি স্কুলের বিরুদ্ধে নিজেদের খেয়ালখুশি মতো ফি বৃদ্ধির দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছিলেন অভিভাবকরা। অনেক সময় দেখা গিয়েছে অভিভাবকরা এই বৃদ্ধি নিয়ে স্কুলের সামনে আন্দোলনও করেছেন। বিষয়টি সরকারেরও নজর এড়ায়নি। অন্যদিকে বহু ক্ষেত্রে অভিযোগ উঠছিল একাধিক বেসরকারি স্কুল ইচ্ছাকৃত সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করছে। কিন্তু এই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নিয়মের বেড়াজালে বাধার মত কোন অস্ত্র সরকারের হাতে এতদিন ছিল না। তবে এবার বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে কমিশন গঠনের পথেই হাঁটছে রাজ্য।আরও পড়ুন রাজু ঝা খুনের তদন্তে সিবিআই য়ের অবস্থান জানতে চাইল হাইকোর্টপ্রসঙ্গত আগেও বেসরকারি স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষা কমিশন গঠনের কথা ভাবা হয়েছিল তবে তখন তা নানা কারণে কার্যকরী হয়নি। তবে বুধবার মুখ্যমন্ত্রী এই নির্দেশের পর শিক্ষা দফতরের তরফ থেকে নতুন করে এই কমিশন গঠনের বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কোন পথে এই কমিশন গঠন করা হবে এবং তারা কী কী বিষয় দেখবে তা নিয়ে আলাদা করে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে শীঘ্রই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হতে চলেছে। ওই বৈঠকে কীভাবে এই কমিশন গঠন করা যায় তার পূর্ণ রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এই মুহূর্তে রাজ্যে বেসরকারি স্কুলগুলির ফিবৃদ্ধির বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি রয়েছে। এই অবস্থায় নতুন করে কমিশনের আদেও প্রয়োজন আছে কি না তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে। এখন দেখার মুখ্যমন্ত্রীর নির্দেশমত শেষ পর্যন্ত রাজ্যে স্বাস্থ্য কমিশনের কায়দায় আদতে শিক্ষা কমিশন গঠন হয় কি না “